তিন (০৩) দিন ব্যাপী স্ট্রোক রিহ্যাবিলিটেশন কর্মশালা অনুষ্ঠিত

PTR JUST 19 December, 2023

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ কর্তৃক, গত ১৬ থেকে ১৮ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখে তিন (০৩) দিন ব্যাপী স্ট্রোক রিহ্যাবিলিটেশন এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন বাংলাদেশের সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (সিআরপি) এর দুই জন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ডাঃ মোঃ কৌশিক আহমেদ, পিটি, কনসালটেন্ট ও ইনচার্জ, স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট এবং ডাঃ মোঃ আসিফ ইকবাল খান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও বোবাথ প্র্যাকটিশনার। উক্ত কর্মশালাটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিজিওথেরাপিতে স্নাতক এবং স্নাতকত্তোর পর্যায়ের বিশ (২০) জন ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহন করেন এবং স্ট্রোক রিহ্যাবিলিটেশন বিষয়ক বিজ্ঞান-সম্মত ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। উক্ত কর্মশালায় সর্বমোট পনের (১৫) জন স্ট্রোকে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে তিন (০৩) দিন ব্যাপী ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কর্মশালাটির সমাপনী দিনে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ কবির, পিটি, বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, পিটি, সহকারী অধ্যাপক ডাঃ এহসানুর রহমান, পিটি। এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরগুনা জেলার কনসালটেন্ট ফিজিওথেরাপি চিকিৎসক ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) খুলনা বিভাগের কোষাধ্যক্ষ ডাঃ মোঃ রফিকুল ইসলাম, পিটি উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ কবির, পিটি বলেন, “বর্তমানে প্রতিনিয়ত স্ট্রোকে আক্রান্ত রোগীর প্রাদুর্ভাব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই রোগীদের ক্ষেত্রে ঔষধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহনের মাধ্যমে একজন স্ট্রোক রোগীর স্ট্রোক পরবর্তী শারীরিক জটিলতা পরিহার করা এবং সেই সাথে তাদের দৈনন্দিন জীবন যাত্রার মান উন্নয়ন করা সম্ভব। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ফিজিওথেরাপি চিকিৎসকদের সংখ্যা অতি নগন্য”। তিনি আরও বলেন- “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের দ্বার গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে এবং ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশের বিভিন্ন জায়গায় সরকারী কর্মসংস্থানের তাগিদে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”। উক্ত কর্মশালার আহবায়ক সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, পিটি বলেন- “ দিনে দিনে বিজ্ঞান-সম্মত চিকিৎসা সেবার পরিধি সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। ফিজিওথেরাপি চিকিৎসকরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। তারই অংশবিশেষ হিসেবে এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতে আরো এধরনের কর্মশালা আয়োজন করার ব্যাপারে অভিব্যক্তি প্রকাশ করেন এবং সর্বোপরি, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন”।




ডাঃ মোঃ আহনাফ আল মুকিত, পিটি

মাস্টার অফ ফিজিওথেরাপি ইন নিউরোলজি,

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ,

যবিপ্রবি