বিশ্ব সেরিব্রাল পালসি দিবস-২০২৪

PTR JUST. 09 October, 2024

০৬ অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস-২০২৪ উপলক্ষ্যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পেডিয়েট্রিক ফিজিওথেরাপি ইউনিটের আয়োজনে অদ্য ০৯/১০/২০২৪ তারিখ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, জনাব এহসানুর রহমান। তিনি উল্লেখ করেন আজকের দিনটি আমাদের সামনে সেরিব্রাল পালসি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগে আক্রান্ত মানুষদের প্রতি সহানুভূতি ও সহায়তার বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেয়। তিনি আরও বলেন, সেরিব্রাল পালসি (CP) এমন একটি শারীরিক অবস্থা যা মস্তিষ্কের ক্ষতির কারণে শিশুদের স্বাভাবিক চলাফেরা, শারীরিক বিকাশ, এবং অন্যান্য মোটর ফাংশনকে প্রভাবিত করে। এটি জন্মের পূর্বে বা জন্মের সময় বা জন্মের কিছু পরেই ঘটে যেতে পারে। ভবিষ্যতে পেডিয়েট্রিক বিভাগের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশ বিভাগ বদ্ধপরিকর বলে উল্লেখ করেন। বিভাগের প্রভাষক, জনাব কাজী মো: এমরান হোসেন বলেন, আজকের এই দিনটি মূলত সেই সমস্ত সাহসী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য, যারা প্রতিনিয়ত এই অসুস্থতার সাথে লড়াই করছেন এবং জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন বিভাগের পেডিয়েট্রিক ইউনিটের এমপিটি (ফেলো) জনাব মো: সিরাজুল হক। তিনি বলেন, বিশ্ব সেরিব্রাল পালসি দিবস শুধু একটি দিবস নয় বরং আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ। আজকের "Uniquely CP" থিমের মাধ্যমে আমরা এই বার্তাটি পৌঁছে দিতে চাই যে, প্রতিটি সেরিব্রাল পালসি রোগী তাদের নিজস্ব অবস্থান থেকে একেকজন অনন্য ব্যক্তি। তাদের প্রতিভা, ক্ষমতা এবং যোগ্যতা সকলের থেকে ভিন্ন। আমাদের কাজ হলো সেই বিশেষত্বকে স্বীকার করে তাদের জীবনমান উন্নত করা এবং তাদের জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দেওয়া।

আলোচনা সভায় বিভাগের সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

যবিপ্রবি।